নিজস্ব প্রতিবেদক: নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের রেকর্ড ডেট আজ। সে জন্য শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, রেকর্ড ডেটের পরদিন থেকে পুঁজিবাজারে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।
২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ২০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে পাঁচ টাকা ১৩ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৯১ টাকা তিন পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে ৭২ পয়সা ও ৮৫ টাকা ৯৪ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ অক্টোবর সকাল ৯টায় রাওয়া কনভেনশন হল-৩, ভিআইপি রোড, মহাখালী, ঢাকায় অনুষ্ঠিত হবে।