শেয়ার বিজ ডেস্ক: নাইজারের দক্ষিণাঞ্চলে দেশটির সেনাসদস্যদের সঙ্গে বোকো হারামের সংঘর্ষে ৬৬ জন নিহত হয়েছেন। গত বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ সেনাসদস্য। খবর: আল জাজিরা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, বোকো হারামের ১০০ জনের মতো হামলা চালায় সেনা চেকপোস্টে। এসময় ১৬ জন সেনাসদস্য মারা যান এবং আহত হন আরও ৯ জন।
বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, বোকো হারাম হামলা চালালে পাল্টা আক্রমণে ৫০ হামলাকারী নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
২০০৯ সালে দক্ষিণাঞ্চল থেকে প্রথম হামলা শুরু করে বোকো হারাম। এরপর সহিংস হামলা ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশ চাদ, ক্যামেরুনসহ কয়েকটি দেশে।
মঙ্গলবারের এ হামলার টার্গেট ছিল বড়ুয়া শহরটি, যেখানে ২০১৫ সালে বিদ্রোহীদের হত্যাযজ্ঞের পর পালিয়ে যাওয়া লোকজন পরে ফিরে এসে আশ্রয় নেয়। যদিও কর্তৃপক্ষ বলছে, ফেরত আসা লোকজনকে কঠোর নিরাপত্তা দেয়া হচ্ছে।
জাতিসংঘের মানব উন্নয়ন সূচকের তালিকায় দারিদ্র্যসীমার নিচে থাকা নাইজার বহুবার বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে দুই সীমান্ত থেকে। দেশটির ডিফা অঞ্চলটিতে তিন লাখ শরণার্থী বসবাস করছে।