Print Date & Time : 26 August 2025 Tuesday 11:27 pm

নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২১ ক্রীড়াবিদ নিহত

শেয়ার বিজ ডেস্ক : নাইজেরিয়ার কানো রাজ্যে সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন ক্রীড়াবিদ নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার (৩১ মে) কুরা লোকাল গভর্নমেন্ট এরিয়ার একটি সেতু থেকে ক্রীড়াবিদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর আনাদোলুর।

জানা গেছে, বাসটিতে মোট ৩৫ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন ক্রীড়াবিদ ও কর্মকর্তা। তারা দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ওগুন রাজ্যে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

কানো স্টেট স্পোর্টস কমিশনের চেয়ারম্যান উমার ফ্যাগি সংবাদমাধ্যম আনাদোলুকে জানান, “কানো রাজ্যের স্পোর্টস কমিশনের বাসটি সেতু থেকে ছিটকে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।”

দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাইজেরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার দুর্ঘটনায় নিহতদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আমি অত্যন্ত শোকাহত। যারা নিহত হয়েছেন তারা ছিলেন আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান — নিবেদিতপ্রাণ, প্রতিভাবান এবং ভবিষ্যতের আশার প্রতীক।”

তিনি আরও বলেন, “আবেওকুতা থেকে ফেরার পথে ২১ জন কানো রাজ্যের ক্রীড়াবিদের প্রাণহানির খবর হৃদয় বিদারক।”

নাইজেরিয়ার জাতীয় ক্রীড়া উৎসব দেশটির একটি বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে দেশের বিভিন্ন রাজ্যের ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন। এই উৎসব একতা, ক্রীড়া উন্নয়ন এবং প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে অ্যাথলেটিকস, ফুটবল, বাস্কেটবল, ভলিবলসহ নানা খেলা অন্তর্ভুক্ত থাকে।

এই মর্মান্তিক ঘটনায় নাইজেরিয়ার ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।