Print Date & Time : 28 August 2025 Thursday 2:19 pm

‘নাইট’ উপাধি পাচ্ছেন বেকহ্যাম

শেয়ার বিজ ডেস্ক : ডেভিড বেকহ্যামকে সম্মানসূচক নাইটহুড উপাধিতে ভূষিত করা হবে। ৫০ বছর বয়সী সাবেক এ ফুটবলার ইংল্যান্ডের হয়ে শতাধিক আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন। খবর, বিবিসি’র।

বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের সঙ্গে ব্রিটিশ সমাজে তার অবদানের জন্যই এ স্বীকৃতি পেতে চলেছেন বেকহ্যাম। ২০১৩ সালে পেশাদার ফুটবলার হিসেবে অবসর নেন তিনি। একমাত্র ইংরেজ হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে গোল করেছেন।

ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে-ও দুর্দান্ত খেলেছেন এ মিডফিল্ডার। তাকে প্রথমবার নাইটহুডের জন্য মনোনীত করা হয়েছিল ২০১১ সালে।

২০০৫ সাল থেকে ইউনিসেফের একজন শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন বেকহ্যাম। বিশ্বজুড়ে ঝুঁকিপূর্ণ শিশুদের সহায়তা প্রদানকারী ইউনিসেফ ২০১৫ সালে ‘দ্য ডেভিড বেকহ্যাম ইউনিসেফ তহবিল’ চালু করে। ২০২৪ সালে ‘দ্য কিংস ফাউন্ডেশন’- এর একজন শুভেচ্ছাদূত হন তিনি।

বেকহ্যাম ইংলিশ ফুটবলের চতুর্থ টায়ারের দল সালফোর্ড সিটির একজন স্বত্বাধিকারী । পাশাপাশি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সভাপতি ও সহ-মালিকও তিনি।

উল্লেখ্য, ২০০৩ সালে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের পরামর্শে ওবিই সম্মাননা পেয়েছিলেন বেকহ্যাম।