নাকুগাঁও স্থলবন্দর দিয়ে বাণিজ্য শুরু হলেও যাত্রী পারাপার বন্ধ 

প্রতিনিধি, শেরপুর: পবিত্র ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও ভারতের মেঘালয় রাজ্যের ওপারের সীমান্তে সড়ক ভাঙা থাকায় প্রায় এক মাস বন্ধ থাকার পর শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে আবার বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। তবে ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার এখনও বন্ধ রয়েছে।

গতকাল শনিবার সকালে নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানি সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, সীমান্তের ওপারে সড়ক ভাঙা থাকায় দীর্ঘদিন গাড়ি আসা-যাওয়া করতে পারেনি। পরে ভাঙা সড়ক সংস্কার করে পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে শনিবার থেকে নাকুগাঁও স্থলবন্দর চালু হয়েছে। সকাল থেকে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম আবার শুরু হয়েছে।

এ বিষয়ে নাকুগাঁও কাস্টমস ইন্সপেক্টর রাজন চাকমা বাণিজ্য শুরু হওয়ার কথা স্বীকার করে বলেন, আবার ভারত থেকে মালামাল আসতে শুরু করেছে। তবে বাংলাদেশ অংশে ইমিগ্রেশন খোলা থাকলেও যাত্রী পারাপার হচ্ছে না এখনও। যতদূর জানা গেছে, ভারতীয় অংশে তারা ইমিগ্রেশন চালু করেনি এখনও।

তবে অপর একটি সূত্রে জানা গেছে, সর্বশেষ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের সব ইমিগ্রেশন পয়েন্ট খোলা হলেও অজ্ঞাত কারণে শেরপুরের নাকুগাঁও ইমিগ্রেশনের বিপরীতে ভারতীয় ডালু ইমিগ্রেশন এখনও বন্ধ রয়েছে। কবে নাগাদ খুলবে তা কেউ কিছু বলতে পারছে না।

এদিকে যাত্রী পারাপার বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ীদের নানা সমস্যার সৃষ্টি হয়েছে এবং ভ্রমণকারীদেরও এ সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়, আসামসহ অন্যান্য প্রদেশে ভ্রমণে যেতে পারছেন না বলে ভ্রমণকারী ও ব্যবসায়ীরা জানান।