নাগেশ্বরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

শেয়ার বিজ প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার পাথারী মসজিদ এলকায় নাগেশ্বরী-ভুরুঙ্গামারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নিলুরখামার ব্যাপারী হাটের মৃত খায়রুল শেখের ছেলে আবদুল মোত্তালেব (৩৫), উত্তর ব্যাপারী হাটের শামছুল হক ব্যাপারীর ছেলে সুজন ব্যাপারী (৩০) ও মাছুরখামার গ্রামের ইব্রাহীম আলীর ছেলে সোহেল রানা (৩২)।

পুলিশ জানায়, মোত্তালেব, সুজন ও সোহেল রানা মোটরসাইকেল যোগে ব্যাপারীহাট থেকে রায়গঞ্জে যাচ্ছিলেন। পথে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের পাথারী মসজিদ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে অপর দুজনের মৃত্যু হয়।