নাচে-গানে ঝড় তুললেন আদর-পূজা

শেয়ার বিজ ডেস্ক : ঈদুল আজহায় মুক্তি পাবে আলোচিত সিনেমা ‘টগর’। তার আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ‘১০০ পারসেন্ট দেশি’ শিরোনামে গান। প্রকাশের পরপরই দর্শক-শ্রোতাদের মনে দোলা দিয়েছে গানটির ছন্দ, রং আর প্রাণের উচ্ছ্বাস।

রণক ইকরামের কথা এবং কামরুজ্জামান রাব্বি ও কর্ণিয়ার গাওয়া এই গানে মিশে আছে দেশীয় উৎসবের আমেজ। সুরের তালে তাল মিলিয়ে নির্মিত ভিডিওটি যেন বিশুদ্ধ ভিজ্যুয়াল ফিয়েস্তা। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। তার দক্ষ পরিকল্পনায় পুরো দৃশ্যপট রূপ নিয়েছে নৃত্যনির্ভর এক জমকালো আয়োজনে।

ভিডিওতে জুটি বেঁধে নাচের ঝড় তুলেছেন অভিনেতা আদর আজাদ ও পূজা চেরি। তাদের সঙ্গে পারফর্ম করেছেন ৭০ জনেরও বেশি পেশাদার নৃত্যশিল্পী, যারা পুরো গানজুড়ে ছড়িয়েছেন বর্ণিলতা ও প্রাণচাঞ্চল্য।

আদর আজাদ বলেন, এমন এনার্জি ভরা গানে পারফর্ম করা এক দারুণ অভিজ্ঞতা। পুরো টিমের টানটান পরিশ্রম আর নিখুঁত কোরিওগ্রাফির কারণেই এমন চোখজুড়ানো দৃশ্য দর্শকদের উপহার দেওয়া সম্ভব হয়েছে।

এ গানের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে পূজা চেরি বলেন, ‘১০০ পারসেন্ট দেশি’ আমার ক্যারিয়ারের অন্যতম রঙিন কাজ। গানটি করতে গিয়ে এত আনন্দ পেয়েছি, যা দর্শকরাও সহজেই টের পাবেন। কাজটি আমার কাছে সত্যিই বিশেষ।

আলোক হাসান পরিচালিত ও এআর মুভি নেটওয়ার্কের প্রযোজনা ও পরিবেশনায় নির্মিত হয়েছে ‘টগর’। গানটির এই সাফল্য যেন সিনেমাটিকে আরো একধাপ এগিয়ে দিল ঈদুল আজহার রঙিন উৎসবের দিকে।