Print Date & Time : 27 July 2025 Sunday 11:31 pm

নাজিবের স্থাপনা থেকে বিলাসবহুল পণ্য ও বৈদেশিক মুদ্রা জব্দ

শেয়ার বিজ ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মালিকানাধীন বেশ কিছু স্থাপানায় অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। এ সময় তারা নগদ অর্থ, বিলাসবহুল পণ্যভর্তি কয়েকশ’ বাক্স ও বৈদেশিক মুদ্রা সম্বলিত বহু হ্যান্ডব্যাগ জব্দ করেছে। খবর বিবিসি।
বিনিয়োগ তহবিল ‘ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ’ (ওয়ানএমডিবি) থেকে ৭০ কোটি ডলার আত্মসাতের অভিযোগ ওঠে নাজিবের বিরুদ্ধে। ২০১৫ সাল থেকেই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তার শাসনামলে মালয়েশীয় কর্তৃপক্ষ নাজিবকে নির্দোষ ঘোষণা করলেও অন্যান্য দেশ তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে। নির্বাচনের আগে বিরোধী জোটও ক্ষমতায় এলে তার বিরুদ্ধে দুর্নীতি তদন্তের প্রতিশ্রুতি দেয়। নির্বাচনে জয়ী হওয়ার পর ১০ মে শপথ নিয়েই মাহাথির মোহাম্মদের নেতৃত্বে বিরোধী জোট ক্ষমতা নিয়েই নাজিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পুনঃতদন্তের নির্দেশ দেয়। মাহাথির মনে করেন, পুনরায় তদন্ত হলে আত্মসাৎ হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা যাবে। নাজিবের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়। শুর হয় তল্লাশি অভিযান।
গতকাল শুক্রবার মালয়েশিয়ার দুর্নীতি দমন পুলিশের প্রধান অমর সিং বলেন, অভিযানে তারা ২৮৪টি বাক্স ভর্তি বিভিন্ন ব্র্যান্ডের দামি হ্যান্ডব্যাগ জব্দ করেছেন। তিনি বলেন, আমাদের কর্মকর্তারা এসব ব্যাগ পরীক্ষা করে দেখেছেন। ৭২টি ব্যাগের ভেতর থেকে গহনা, দামি ঘড়ি এবং বিপুল পরিমাণ মালয়েশিয়ার রিঙ্গিত ও মার্কিন ডলার জব্দ করা হয়েছে।