Print Date & Time : 28 August 2025 Thursday 4:42 pm

নাটোরের হালতি বিলে বোরো রোপণে ব্যস্ত কৃষক

শেয়ার বিজ ডেস্ক: নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে কনকনে শীত উপেক্ষা করে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। প্রয়োজনীয় তেল, সার, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হলেও আবহাওয়া অনুকূলে থাকলে বোরো ধানের বাম্পার ফলনের আশা কৃষকদের। খবর পরিবর্তন ডটকম।

হালতি বিলের সোনাপাতিল ও তেঘরিয়ার এক অংশ, বাঁশিলা পাটুল, কুচকরী, খাজুরা, মাধনগর, ভট্টপাড়া, বীরকুৎসা এলাকার কৃষকরা উঁচু জমিতে রবিশস্য চাষ এবং নিচু জমিতে বোরো চাষে জমি প্রস্ততকরণ, চারা উত্তোলন ও রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন। তেঘরিয়া গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক জানান, হালতি বিলের খোলাবাড়িয়ার এলাকার নিচু কিছু জমির পানি এখন নিষ্কাশন হয়নি। এ রকম নিচু জমি রয়েছে প্রায় ২০০ হেক্টর। আর পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতার কারণে ওইসব জমিতে বোরো ধানের চারা রোপণ করা যাচ্ছে না।

সোনাপাতিল গ্রামের কৃষক আসাদ আলী জানান, এবার ধানের চারা ভালো হলেও বোরো চারা রোপণের জন্য পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না। আরেক কৃষক ইদ্দিস আলী জানান, হালতি বিলের বেশিরভাগ এলাকায় এখনও বিদ্যুৎ লাইন পৌঁছায়নি। তাদের ডিজেলচালিত শ্যালো মেশিন দিয়ে ভূগর্ভের পানি উত্তোলন করে বোরো চাষ করতে হয়। ফলে বোরো চাষে উৎপাদন খরচ বেশি পড়ে।

নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলাম জানান, এবার হালতি বিলে প্রায় ছয় হাজার ৮২৯ হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে হালতি বিলে প্রায় ৮০ শতাংশ কৃষক বোরো ধান রোপণ শুরু করেছেন। বোরো ধানের চারা রোপণে সঠিক পদ্ধতি ও সরকার অনুমোদিত জাতের বীজের বোরো ধান রোপণে পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি বিভাগের আশা, এবার আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।