নাটোরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

প্রতিনিধি, নাটোর: নাটোরের বড়াইগ্রামে শিক্ষার্থীকে ধর্ষণ এবং তার ছবি তুলে রেখে দুই বছর ধরে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগে জুলফিকার সরকার জিল্লুর (৫৫) নামে এক প্রাইভেট শিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের খাকসা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক জিল্লুর খাকসা গ্রামের মৃত মোজাহার সরকারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, দুই বছর ধরে প্রাইভেট পড়ানোর সময় কৌশলে জিল্লুর মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর তিনি ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে অশ্লীল ছবি ধারণ করেন। সম্প্রতি অশ্লীল ছবিগুলো শিক্ষকের মোবাইল ফোন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে ওই শিক্ষার্থীর বাবা এ ব্যাপারে থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে।

এ ব্যাপারে নির্যাতিত ছাত্রী জানায়, ‘নবম শ্রেণিতে পড়ার সময় থেকে আমি স্যারের কাছে প্রাইভেট পড়ি। সে সময় তিনি আমাকে কৌশলে ফাঁদে ফেলে যৌন সম্পর্ক স্থাপন করে তার ছবি মোবাইলে তুলে রাখেন। পরে ওই ছবির ভয় দেখিয়ে একাধিক সময় তার সঙ্গে যৌন সম্পর্ক করতে আমাকে বাধ্য করেন তিনি।’ অভিযুক্ত প্রাইভেট শিক্ষক জুলফিকার আলী বলেন, ‘প্রায় দুই বছর ধরে তার সঙ্গে আমার সম্পর্ক। উভয়ের ইচ্ছাতেই শারীরিক সম্পর্ক হয়েছে। তাকে বাধ্য করার বিষয়টি সঠিক নয়। তবে ছবিগুলো সামাজিক মাধ্যমে কীভাবে গেল বুঝতে পারছি না।’

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, ‘তার নামে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’