Print Date & Time : 23 July 2025 Wednesday 6:52 pm

নাটোর পৌরসভার মেয়রের নামে মামলা

 

শেয়ার বিজ প্রতিনিধি, নাটোর: নাটোর শহরের ঐতিহ্যবাহী বাহাদুরশাহ পার্কে মার্কেট নির্মাণের টেন্ডার আহ্বান করায় নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি ও নির্বাহী প্রকৌশলীর নামে গতকাল সোমবার আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে বাদিপক্ষের যুক্তি শুনলেও বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোনো আদেশ দেননি।

গত রোববার শেয়ার বিজে ‘নাটোরে বাহাদুরশাহ পার্কে হবে বিপণিবিতান’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে নাটোর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও নজরুল মঞ্চের সভাপতি গোলাম কামরান, অ্যাডভোকেট আজিজার রহমান আমেল চৌধুরী ও অ্যাডভোকেট সিরাজুল ইসলাম গতকাল সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আসাফ উদ দৌলার আদালতে মামলা করেন। মামলায় নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি ও নির্বাহী প্রকৌশলীকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, ১৯৫৭ সালে বাংলার শেষ নবাব বাহাদুরশাহ জাফরের নামে নাটোরের লালদিঘির পশ্চিম পাশে পার্ক নির্মাণ করা হয়। পার্কটিতে মার্কেট নির্মাণের জন্য নাটোর পৌরসভা টেন্ডার আহ্বান করেছে। বিভিন্ন মহল থেকে পার্ক নষ্ট করে মার্কেট নির্মাণ না করার জন্য মেয়রকে অনুরোধ করা হয়, কিন্তু তিনি কর্ণপাত করেননি। পার্কটিতে আগামী বছরের জানুয়ারিতে মার্কেট নির্মাণ কাজ শুরু হবে। পার্কে কোনো ধরনের মার্কেট নির্মাণ এবং পার্কের কোনো পরিবর্তন না করার জন্য আদালতের কাছে আবেদন করেন বাদি। আদালত মামলাটি গ্রহণ করে বাদিপক্ষের যুক্তি শুনলেও বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোনো আদেশ দেননি।

এ ব্যাপারে পৌরমেয়র জানান, এ বিষয়ে আজ মঙ্গলবার বিস্তারিত জানাবেন।