রফিক মজিদ, শেরপুর: মালেছা বেগমের বয়স ১১০ বছর। স্বামী জবেদ আলী। বাড়ি মধ্য লংগরপাড়া। শীত উপেক্ষা করে এই বয়সে নাতি দুলাল মিয়ার কোলে উঠে ভোট দিলেন তিনি।
বুধবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় পঞ্চম ধাপে শেরপুরে অনুষ্ঠিত শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজিরচরের ভাটিলংগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে পেরে তিনি ভীষণ আনন্দিত।
মালেছা বেগম বলেন, ‘কয়েকবার ইলেকশন হইছে ভোট দিবার পাই নাই গো বাবা। এবার হুনছি সবাই ভোট দিবার যাবার পাবো। কিন্তু আমি হাটবার (হাঁটতে) পাই না। আমার ভোট দিবার মেলা মনে চাইছিল। পরে আমার নাতির কোলে উঠে আমি ভোট দিবার পাইছি। আমার মতো মেলা বয়স্ক মানুষও ভোট দিবার আইছে।’
কি মার্কায় ভোট দিয়েছেন হাসির ছলে এমন প্রশ্ন করলে তিনি মুচকি হাসি দিয়ে বলেন, ‘বাবা এডা কমু না তো। আমার পছন্দের মার্কাতে ভোট দিয়েছি। ভোট দিতে কোন সমস্যা হয় নাই।’
নাতি দুলাল মিয়া বলেন, আমার দাদি ভোট কেন্দ্রে আসার জন্য আমাকে সকালে বলে। পরে আমি বাড়ি থেকে গাড়িতে করে দাদীকে ভোট কেন্দ্রে নিয়ে আসি। ভোট কেন্দ্রের ভেতরেও আমার কোলে উঠেই ভোট দেন দাদি। সুন্দরভাবে ভোট দিতে পেরে আমি আর দাদি দুজনই খুব খুশি।
উল্লেখ্য, পঞ্চম ধাপে শেরপুরের শ্রীবরদীর খড়িয়াকাজিরচর ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ইউপিতে মোট ভোটার সংখ্যা ১৯হাজার ৮শ ৪২জন। তারা সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।