Print Date & Time : 30 August 2025 Saturday 10:07 am

নানা আয়োজনে পালিত হলো বিশ্ব দৃষ্টি দিবস

দৃষ্টি সম্পর্কে সচেতনতার জন্য প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় বৃহস্পতিবার পালিত হয় বিশ্ব দৃষ্টি দিবস। এ বছর ১৪ অক্টোবর বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। অন্ধত্ব নিবারণ ও দৃষ্টি রক্ষার উদ্দেশ্যে এবারের প্রতিপাদ্য ‘আপনার চোখকে ভালোবাসো’।

দিবসটি উদযাপন উপলক্ষে সারা দেশে অন্ধত্ব এবং দৃষ্টি প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে স্বাস্থ্যসেবা অধিদপ্তরের ন্যাশনাল আই কেয়ার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং চোখের স্বাস্থ্যের জন্য আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (আইএনজিও) ফোরাম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে ২২০ কোটি বেশি মানুষ চোখের সমস্যায় ভুগছে। তার মধ্যে বিশ্বের জনসংখ্যার এক-চতুর্থাংশ মানুষ দৃষ্টি প্রতিবন্ধকতার শিকার।

দিবসটি উপলক্ষে ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়া সমাবেশ, আলোচনা সভা ও নানা ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করছে ন্যাশনাল আই কেয়ার। তাছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩০টি কমিউনিটি ভিশন সেন্টার, ৬৪টি জেলা হাসপাতাল ও বেসরকারি হাসপাতাল (মেডিকেল কলেজ হাসপাতাল) ন্যাশনাল আই কেয়ারের নির্দেশনায় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই দিনটি উদযাপন করে। জাতীয় ও আন্তর্জাতিক এনজিও বাংলাদেশের চক্ষু পরিচর্যা সেক্টরে কাজ করছে তারা নিজে এবং তাদের অংশীদার হাসপাতালের মাধ্যমে ন্যাশনাল আই কেয়ারের সঙ্গে সমন্বয় করে এই দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করে। সংবাদ বিজ্ঞপ্তি