নানা আয়োজনে বান্দরবানে পর্যটন দিবস পালিত

প্রতিনিধি, বান্দরবান: নানা আয়োজনে বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। ‘পর্যটনে নতুন ভাবনা’ এ প্রতিপাদ্য নিয়ে বান্দরবানে গতকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।

এ সময় দেশের বিভিন্ন জেলা থেকে আসা ২৬ জন সাইকেলিং প্রতিযোগী নিয়ে মাউন্টেইন বাইকিং সাইকেলিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগীরা বান্দরবান শহর থেকে থানছি উপজেলা পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার পাহাড়ের উঁচুনিচু আঁকাবাঁকা সড়ক প্রদক্ষিণ করে।

পরে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় পাহাড়ের ১১টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীরা নিজস্ব জাতিসত্তার পোশাক সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরে অংশগ্রহণ করে। শোভাযাত্রা শেষে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখের বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। এ সময় অন্যদের মধ্যে পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লক্ষ্মী পদ দাস, আয়োজক কমিটির আহ্বায়ক সিইয়ং ম্রো, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্যশৈহ্লা বলেন, পর্যটন শিল্প হচ্ছে পাহাড়ের প্রাণ। এ অঞ্চলের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকদের আগমন ঘটে। এখানে ১১টি জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির পর্যটকদের আকৃষ্ট করে।