কামরুল হাসান ছিদ্দিকি, ফেনী: সরকারি রাজস্ব আহরণে সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ফেনীর বিভাগীয় অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রায় অর্ধেক জনবল নিয়েও নানা প্রতিকূলতা মোকাবিলা করে সরকারি রাজস্ব আদায়ে ও চোরাচালান রোধে মাঠপর্যায়ে সবখানে কাজ করছেন এ দপ্তরের কর্মকর্তারা। ফেনী সার্কেলের ছয়টি সেক্টরে ছয় অফিসার থাকার কথা থাকলেও আছেন মাত্র তিনজন। এ অবস্থায় জনবল সংকটের কারণে কাজের ক্ষেত্রে নানা জটিলতা হলেও তা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন কর্মকর্তারা।
নানা প্রতিকূলতা মোকাবিলা করে বিদায়ী ২০২০-২১ অর্থবছরে প্রায় ১৫৪ কোটি টাকা রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে ফেনী কাস্টমস ও ভ্যাট অফিস, যেক্ষেত্রে বিগত অর্থবছরের তুলনায় রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ৪৭ শতাংশ।
২০২০-২১ অর্থবছরে আদায় করা রাজস্বের ওপর ৫০ শতাংশ প্রবৃদ্ধি সেট করে ২০২১-২২ অর্থবছরে প্রায় ২৩১ কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এবং তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে দপ্তরটি।
এরই মধ্যে চলতি অর্থবছরের তিন মাসে উল্লেখযোগ্য কার্যক্রম পরিচালনা করে এসেছে ভ্যাট অফিস। ভ্যাট ফাঁকি ও চোরাচালানবিরোধী অভিযানে ৮ সেপ্টেম্বর কুরিয়ার সার্ভিস এসএস পরিবহনের ফেনী শাখা ও ভাই-ভাই ট্রান্সপোর্ট থেকে প্রায় এক লাখ ৬০ হাজার শলাকা অবৈধ সিগারেট জব্দ করে। এখানে প্রায় চার লাখ ৪১ হাজার টাকার রাজস্ব জড়িয়ে ছিল।
একই মাসের গত ১১ তারিখে নকল ব্যান্ডরোল ব্যবহারের দায়ে হীরা ট্রান্সপোর্টের ফেনী শাখা ও ছাগলনাইয়ার চৌধুরী প্লাজা থেকে সেনর গোল্ড, বাংলা গোল্ড ও রিজেন্ট ব্র্যান্ডের তিন লাখ ৬৫ হাজার শলাকা সিগারেট জব্দ করে ফেনী কাস্টমস। এতে প্রায় ১০ লাখ ৪০ হাজার টাকার রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা করা হয়েছিল।
কাষ্টমস্, এক্সাইজ ও ভ্যাট ফেনীর বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ ছালাউদ্দিন রিপন বলেন, প্রত্যেক অর্থবছরের শুরুতে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ের জন্য আমরা শেষ পর্যন্ত সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাই। এর পরিপ্রেক্ষিতে বিদায়ী ২০২০-২১ অর্থবছরেও আমরা নিজেদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হই।
তিনি বলেন, রাজস্ব আদায় ও ভ্যাট দানে জনগণকে উদ্বুদ্ধ করতে আমরা প্রতিবছর ব্যবসায়ীদের নিয়ে মেলার আয়োজন করে থাকি, যেখানে তাদের রাজস্ব ফাঁকি-সম্পর্কিত আইনের বিধিবিধানসহ ব্যবসার ক্ষেত্রে মূসক নিবন্ধন, মাসিক দাখিলপত্রসহ নানা বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
জনবলের সংকটের বিষয়ে তিনি বলেন, জনবল স্বল্পতার কারণে নানা সময় কার্যক্রমে বিঘœ ঘটে, তবু যত কর্মকর্তা-কর্মচারী আছেন, তাদের নিয়েই আরোপিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে বাধ্য হতে হয়।
মোহাম্মদ ছালাউদ্দিন রিপন আরও বলেন, সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ও দায়িত্ব পালনে ফেনীর জনগণের, ব্যবসায়ীদের ও করদাতাদের সর্বোচ্চ সহযোগিতা পেয়ে এসেছি। আমি আশা করি, রাজস্ব আদায়ের এ গতিটা সবসময় অব্যাহত থাকবে।