Print Date & Time : 4 September 2025 Thursday 10:50 pm

নানীকে দেখতে এসে দুর্ঘটনায় নাতী নিহত

প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে অসুস্থ নানীকে দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহান হোসেন (১৮) নামের নাতী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বানিয়াগাঁতি কবরস্থান সংলগ্ন এলকায় এ ঘটনা ঘটে। নিহত সোহান হোসেন উপজেলার বওড়া দক্ষিন পাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

আহতরা হলেন, উপজেলার বওড়া গ্রামের আল আমিনের ছেলে আকাশ (১৮) ও একই গ্রামের দেলবার হোসেনের ছেলে সুজন (১৭)।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, মোটরসাইকেল নিয়ে বেগতিক গতিতে ভাঙ্গাবাড়ি থেকে বওড়া গ্রামের উদ্দেশ্যে যাত্রা করছিল ৩ যুবক। পথিমধ্যে বানিয়াগাঁতি কবরস্থান সংলগ্ন এলকায় আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি শাল বাগানে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক সোহান নিহত হয়।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।