শেয়ার বিজ ডেস্ক: ত্রিদেশীয় উত্তর আমেরিকা মুক্তবাণিজ্য চুক্তিতে (নাফটা) কানাডাকে রাখার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসকে এ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে সতর্ক করেছেন তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন্য স্বচ্ছ একটি চুক্তি না করতে পারলে নাফটা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। খবর রয়টার্স।
গত শুক্রবার নাফটা নিয়ে তেমন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও কানাডা। আগামী সপ্তাহে পুনরায় বসার প্রতিশ্রুতি নিয়ে শুক্রবার কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে দু’দেশের মধ্যকার আলোচনা। কানাডার সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য শুক্রবার সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত শনিবার এক টুইটে তিনি বলেন, ‘নতুন নাফটা চুক্তিতে কানাডাকে রাখার কোনো রাজনৈতিক প্রয়োজনীয়তা নেই। যুক্তরাষ্ট্রের জন্য ভালো একটি চুক্তি আমরা করতে না পারলে এখন না হোক, এক দশক পর হলেও কানাডাকে বাদ দেওয়া হবে। কংগ্রেসের এ বিষয়ে মাথা ঘামানো উচিত হবে না। এমন হলে নাফটা থেকে আমি পুরোপুরি বেরিয়ে যাব। সেটা আমাদের জন্য ভালো হবে।’ এর আগে গত সোমবার মেক্সিকোর সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হওয়ার পরিপ্রেক্ষিতে কানাডাকে বাদ রেখেই চুক্তি সম্পাদনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প।
শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথিজার জানিয়েছেন, মেক্সিকোর সঙ্গে একটি চুক্তির ব্যাপারে কংগ্রেসকে তার অভিপ্রায়ের কথা জানিয়েছেন ট্রাম্প। একটি ত্রিপক্ষীয় চুক্তিতে পৌঁছার লক্ষ্যে আগামী বুধবার কানাডার সঙ্গে আলোচনা শুরু করবে যুক্তরাষ্ট্র।
লাইথিজার বলেন, ‘গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসকে অবহিত করেছেন তিনি মেক্সিকোর সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে আগ্রহী। সম্ভব হলে তা যেন এখন থেকে পরবর্তী ৯০ দিনের মাথায় কার্যকর করা যায়।’
এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সাংবাদিকদের বলেন, ‘শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হওয়ার মানে এ নয় যে, কানাডাকে নাফটা থেকে বের করে দেওয়া হচ্ছে। এর মানে হচ্ছে কানাডার সঙ্গে আলোচনা শেষ হয়নি। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রাখব।’ যুক্তরাষ্ট্রের সঙ্গে চার দিনের ম্যারাথন বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন ফ্রিল্যান্ড। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে তিক্ত অবস্থানে এসে ঠেকেছে।
শুক্রবার কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক যখন ব্যর্থতায় পর্যবসিত হচ্ছিল, তখন প্রতিবেশী দেশটির ওপর আরেক দফা আক্রমণ করেন ট্রাম্প। নর্থ ক্যারোলাইনা প্রদেশে এক সমাবেশে বক্তব্যদানকালে ট্রাম্প বলেন, ‘আমি কানাডাকে ভালোবাসি; কিন্তু দেশটি বহু বছর ধরে আমাদের দেশ থেকে সুযোগ গ্রহণ করে চলেছে।’