Print Date & Time : 31 July 2025 Thursday 4:56 am

নারায়ণগঞ্জে গ্যাস লাইনে অগ্নিকাণ্ড

প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটী বিসিক এলাকায় গ্যাসলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের কারণে বিসিকের আশপাশের ৬-৭টি এলাকায় গ্যাস ও বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার পঞ্চবটী শাসনগাঁও বিসিক মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডের পর সেখানকার গ্যাস তাৎক্ষণিকভাবে বন্ধ রাখা হয় বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সেখানে সড়কের কাজ চলমান থাকায় কোনো কারণে পাইপ লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আগুন আমরা নিয়ন্ত্রণে এনেছি। কোনো হতাহত নেই তবে ৩-৪টি দোকান এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।