Print Date & Time : 4 July 2025 Friday 6:42 pm

নারায়ণগঞ্জে তিতাসের ২৪০০ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মো. আকাশ, সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার জামপুর ও সাদীপুরে ইউনিয়নে মোবাইল কোটের মাধ্যমে ১৬০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কতৃপক্ষ।

জানা গেছে, গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে মিরেরটেক ডায়াগনস্টিক সেন্টারে বিপরীত পাশে মিরেরটেক কালবাট সংলগ্ন, হাতুপাড়া এলাকায়, নয়াপুর রিয়া মহলের বিপরীত পাশে ৫ কিলোমিটার এলাকায় ৪টি স্পটে ১৬০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কতৃপক্ষ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকার, ও তিতাস অফিসের ম্যানেজার আনোয়াররুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এছাড়া, রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও এলাকায় ৩টি স্পটে অভিযান চালিয়ে ৪৫০টি বাড়ির ৮০০ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এবং প্রতিটি বিতরণ লাইন থেকে উৎস পয়েন্ট থেকে কিলিং ক্যাপিং করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালনো হয়।
এ সময় তিতাস কতৃপক্ষ বলেন, রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান চালনো হবে।