Print Date & Time : 28 August 2025 Thursday 12:54 am

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি, নারায়ণগঞ্জঃ কোটা সংস্কারের দাবিতে, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও ৬ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়।

সকাল ১১টার দিকে একদল শিক্ষার্থীরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করে।একই সময় শিক্ষার্থীদের অপর একটি অংশ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বেরমকরে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া মোড়ে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এদিকে চাষাঢ়ায় অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এসে যোগ দেয় এবং গায়েবী জানাজায় অংশ গ্রহণ করেন। এসময় নারায়ণগঞ্জের সঙ্গে সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।