Print Date & Time : 11 September 2025 Thursday 10:03 am

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় দমকলকর্মীসহ নিহত ২

প্রতিনিধি, নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানায় লাগা আগুন নেভাতে যাওয়ার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ দুজন নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে চাষাঢ়া গোলচত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আনন্দ পরিবহনের যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দিলে বাসটি সামনে থাকা প্রাইভেট কার ও রিকশাগুলোকে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে একজন মারা যান এবং ফায়ার সার্ভিসের গাড়িটির চালকও ঘটনাস্থলে মারা যান।

নিহতের একজনের নাম পাওয়া গেছে। তার নাম জাহাঙ্গীর হোসেন। তিনি নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের হাজীগঞ্জ ফায়ার স্টেশনের গাড়িচালক। নিহত অপরজনের নাম পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহম্মেদ বলেন, ফতুল্লার বিসিক এলাকার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের গাড়িটি অগ্নিনির্বাপণের জন্য যাচ্ছিল। পথিমধ্যে ফায়ার সার্ভিসের গাড়ির চালকের গাড়ি চালানো অবস্থায় হার্ট অ্যাটাক হয়। এ কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।