Print Date & Time : 13 September 2025 Saturday 1:02 pm

নারায়ণগঞ্জে সবজি বিক্রেতা খুন

প্রতিনিধি, নারায়ণগঞ্জ : ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আক্কাস সিকদার (৪৫) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আক্কাস সিকদার মিজমিজি তালতলা ক্লাব সংলগ্ন মোতালেব মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা জানায়, ভুক্তভোগী আক্কাস সিকদার ভ্যানে করে বিভিন্ন এলাকায় সবজি বিক্রি করত। প্রতিদিনের মতো আজও সবজি ক্রয়ের উদ্দেশ্যে বের হলে একদল ছিনতাইকারী তার পথ আটকে ছুরিকাঘাতে করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।