Print Date & Time : 28 August 2025 Thursday 2:55 am

নারায়ণগঞ্জে বাস-সিএনজি অটো মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বন্ধন পরিবহন বাসের সাথে সিএনজি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার (১২ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে আড়াইহাজারে সাতগ্রাম ইউনিয়নের পাল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং রূপগঞ্জ উপজেলার মিয়াবাড়ি এলাকার নাফিজ (১৮)। সে একই এলাকার নাইম মিয়া মিয়ার ছেলে। অপরজন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর এলাকার মো. আলী ওরফে মক্কা মিয়ার ছেলে দুলাল মিয়া (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা মোড় থেকে আড়াইহাজারের দিকে যেতে সিএনজিচালিত অটোরিকশাটি দুই যাত্রী নিয়ে আরও যাত্রী তুলতে অপেক্ষা করছিল। ওই সময় বন্ধন পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ওপরে তুলে দেন। এ সময় ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার ভেতরে থাকা দুই যাত্রী।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার জানান, আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।