Print Date & Time : 5 July 2025 Saturday 9:32 pm

‘নারীদের গাড়িচালনায় নিষেধাজ্ঞা: সৌদি অর্থনীতির জন্য ক্ষতিকর’

 

শেয়ার বিজ ডেস্ক: সৌদি আরবের কোটিপতি বিনিয়োগকারী প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল তার দেশে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা অর্থনীতির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন। তাই তিনি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর বিবিসি।

তিনি বলেছেন, সৌদি আরবের নারীদের অধিকার এবং অর্থনৈতিক প্রয়োজনের স্বার্থেই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত। বিশ্বে সৌদি আরব হচ্ছে একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানো নিষেধ। এই নিষেধাজ্ঞা অমান্য করায় সৌদি আরবে অনেক নারী অধিকারকর্মীকে গ্রেফতার করা হয়।

প্রিন্স আল ওয়ালিদ বলেন, সৌদি আরবে এখন নারীদের নিজেদের গাড়ি চালানোর সুযোগ দেওয়ার সময় এসেছে।

প্রিন্স আল ওয়ালিদকে সৌদি আরবের রাজপরিবারের মধ্যে একজন স্পষ্টভাষী সমালোচক বলে গণ্য করা হয়। এর আগেও তিনি সৌদি আরবে নারীদের অধিকারের পক্ষে কথা বলেন।

তবে সৌদি আরবে তার কোনো রাজনৈতিক অবস্থান নেই। তিনি কিংস হোল্ডিং কোম্পানির চেয়ারম্যান। বিশাল মার্কিন ব্যাংক সিটিগ্রুপ এবং ইউরো ডিজনি থিম পার্ক, টোয়েন্টি ফার্র্স্ট সেঞ্চুরি ফক্স, নিউজ কর্প, অ্যাপল, জেনারেল মোটরস এবং টুইটারসহ আরও অনেক বড় কোম্পানিতে তার শেয়ার আছে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারীর মধ্যে কিংস হোল্ডিং কোম্পানি অন্যতম।

প্রিন্স আল ওয়ালিদ বলেছেন, একজন মহিলাকে গাড়ি চালাতে না দিলে সেটা তাকে শিক্ষার অধিকার বা স্বাধীন পরিচয় ধারণ করার অধিকার থেকে বঞ্চিত করার মতোই একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। প্রিন্স আল ওয়ালিদের এই বিবৃতি প্রকাশ করা হয় তার ওয়েবসাইটে।

সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয় ২০ বছর আগে।

সৌদি আরবের জনপরিবহন ব্যবস্থাও যেহেতু ভালো নয়, তাই নারীদের যাতায়াতের জন্য পুরোপুরি নির্ভর করতে হয় পুরুষ চালকদের ওপর। প্রায় ১০ লাখ পুরুষ সৌদি আরবে গাড়ি চালকের পেশায় নিয়োজিত। এদের বেশিরভাগই বিদেশি।