নারী দিবসে সম্মাননা পেলেন ফওজিয়া সামাদ

নারী জাগরণ ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক নারী দিবসে (মরণোত্তর) সম্মাননা পেলেন বেগম ফওজিয়া সামাদ। বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা লেডিজ ক্লাবের পক্ষ থেকে এ সম্মাননা দেয়া হয়। ঢাকা লেডিজ ক্লাবের সভাপতি মাহবুবা কবির রুমঝুমের কাছ থেকে বেগম ফওজিয়া সামাদের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার দুই মেয়ে তমজু সামাদ আনোয়ার ও সাবরিনা সামাদ। বেগম ফওজিয়া সামাদ ঢাকা লেডিজ ক্লাবে একটানা ৩৮ বছর অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। বঞ্চিত শিশু-কিশোরদের জন্য ‘কুসুম কলি’ স্কুল প্রতিষ্ঠা করেছেন। স্কুলটি বর্তমানে পরিচালনা করছে ঢাকা লেডিজ ক্লাব। তিনি শিশু-কিশোর পত্রিকা মাসিক ‘মিনার’-এর সম্পাদক ছিলেন। মুকুল ফৌজ, চাঁদের হাট, খেলাঘর, মহিলা মাহফিলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, বিজিআইসির প্রতিষ্ঠাতা এমএ সামাদের সহধর্মিণী ছিলেন বেগম ফওজিয়া সামাদ। বিজ্ঞপ্তি