Print Date & Time : 10 September 2025 Wednesday 8:01 pm

নারী দিবস উদযাপন করল ন্যাশনাল ব্যাংক

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরের প্রধান কার্যালয়ে নারী দিবস উদযাপন করল ন্যাশনাল ব্যাংক লিমিটেড। প্রধান কার্যালয়ের নারী সহকর্মীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মেহ্মুদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন ও হোসাইন আখতার চৌধুরী, ব্রাঞ্চেস অপারেশনস ডিভিশনের প্রধান নিজাম আহমেদ, আইটি ডিভিশনের প্রধান কাজী কামাল উদ্দিন আহমেদ এবং ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা নারী ব্যাংকাররা। বিজ্ঞপ্তি