Print Date & Time : 30 August 2025 Saturday 2:14 am

নারী রাইডারদের নিয়ে রানারের শোভাযাত্রা আয়োজন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রানার অটোমোবাইলস লিমিটেড নারী রাইডারদের নিয়ে সম্প্রতি ‘ব্রেক দ্য লিমিট’ শীর্ষক শোভাযাত্রা আয়োজন করে। সমাজের নানা প্রতিকূলতা পার করে ব্যক্তিগত যানবাহন হিসেবে মোটরসাইকেল ব্যবহার করে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন অনেক নারী। তাদের এগিয়ে যাওয়ার সাহসিকতা ও অনুপ্রেরণাকে সমর্থন জানায় রানার। বর্তমানে রানারের স্কুটি ১১০, কাইট+সহ আরও কিছু মোটরসাইকেল নারীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। নারীদের ব্যক্তিগত যানবাহন ব্যবহারে উৎসাহিত করতে ও নিরাপদ সড়ক গড়তে রানারের এ শোভাযাত্রা আয়োজন করা হয়। আয়োজনের অংশ হিসেবে ছিল র‌্যালি, ফ্রি সার্ভিসিং সুবিধা ও উপহার। বিজ্ঞপ্তি