Print Date & Time : 4 September 2025 Thursday 12:35 am

নাসিরনগরে সাঁকো পারাপারকালে ভাইবোনের মৃত্যু

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: বাঁশের সাঁকোই কাল হলো ভাইবোনের জন্য। খালের ওপর থাকা বাঁশের সাঁকো পারাপারকালে তাজিমা (৭) ও জিহাদ (১০) নামে ভাইবোনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা এলাকায়। গতকাল সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামে ঘটে এ মর্মান্তিক ঘটনা। মারা যাওয়া জিহাদ ও তাজিমা মাছমা গ্রামের মকবুল মিয়ার সন্তান।

দুই শিশুর পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার উদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার সকালে ভাইবোন বাড়ি থেকে সাঁকো দিয়ে খাল পার হচ্ছিল। তখন তাজিমা পিছলে পানিতে পড়ে যায়। বিষয়টি দেখে ছোট বোনকে বাঁচাতে জিহাদ এগিয়ে গেলে সেও পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার পরিদর্শক (ওসি) হাবিবুল্লাহ্ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।