Print Date & Time : 12 September 2025 Friday 3:25 pm

নিউজিল্যান্ডের অকল্যান্ডে মারা গেলেন জবি শিক্ষক বাবর

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বাবর (৩৭) নিউজিল্যান্ডে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পিএইচডি ডিগ্রিতে অধ্যায়ন করতে গিয়ে গত ৪ ডিসেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমি বাবরের বাসায় (ঢাকায়) এসেছি। সব বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান বলেন, তিনি নিউজিল্যান্ডে নিজের এপার্টমেন্টে মারা গেছেন। কিভাবে মারা গেছেন তা বিস্তারিত জানি না। সকালে তার সুপারভাইজার ফোন দিয়ে তাকে খুঁজে পায়নি। তবে সম্ভবত স্ট্রোক করে মারা যেতে পারে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী এবং তিন বছরের এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকার উত্তরার আশকোনার নিবাসী ছিলেন।