শেয়ার বিজ ডেস্ক: নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে চাকরির জন্য আবেদন করেছেন সিঙ্গাপুরের ৯ শতাধিক আইটি কর্মী। এটিকে এ খাতে সিঙ্গাপুরের বড় ধরনের অগ্রগতি বলে আখ্যা দিয়েছেন দেশটির সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা। খবর চ্যানেল নিউজ এশিয়ার।
ওয়েলিংটন রিজিওনাল ইকোনমিক ডেভেলপমেন্ট এজেন্সির (ডব্লিউআরইডিএ) জেনারেল ম্যানেজার ডেভিড জোনস গতকাল বৃহস্পতিবার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পর লুকসি ওয়েলিংটন ইনিশিয়েটিভে দ্বিতীয় সেরা দেশ সিঙ্গাপুর। তিনি জানান, সাত হাজারের বেশি আবেদনকারী নিবন্ধিত হয়েছেন। এর মধ্য থেকে ১০০ জন নিয়োগ দেওয়া হবে। এক বিজ্ঞপ্তিতে লুকসি ওয়েলিংটন জানায়, প্রাথমিক বাছাইয়ের পর সাক্ষাৎকারে অংশ নিতে আগ্রহী পেশাদার কর্মীদের উড়োজাহাজ ভাড়া ও আবাসনের ব্যবস্থা করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। এতে আরও বলা বৈশ্বিক মেধাবীদের আগ্রহী করে তুলতে হয় ডব্লিউআরইডিএ ও ওয়ার্কহিয়ার নিউজিল্যান্ড এ প্রণোদনা দিচ্ছে। এতে সহায়তা করছে নিউজিল্যান্ড ইমিগ্রেশন সার্ভিস ও সরকারি প্রযুক্তি বিভাগ এনজেডটেক।
ওয়েলিংটনের মেয়র জাস্টিন লেস্টার বলেন, এটি সৃজনশীল ও প্রতিভাবান কারিগরি কর্মীদের মনোযোগ আকর্ষণ করার জন্য বৈশ্বিক প্রতিযোগিতার অংশ।