Print Date & Time : 10 September 2025 Wednesday 3:14 pm

নিউজিল্যান্ডে ক্ষমতাসীনলেবার পার্টির নির্বাচন কাল

শেয়ার বিজ ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন গত বৃহস্পতিবার আকস্মিক পদত্যাগের ঘোষণা দেয়ায় ক্ষমতাসীন লেবার পার্টি নতুন নেতৃত্ব খুঁজছে। আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে জেসিন্ডা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন। এর আগে তার দল জেসিন্ডার উত্তরসূরি নির্বাচন করবে। আগামীকাল রোববার লেবার পার্টির পরবর্তী নেতা নির্বাচনে ভোট হবে।

পদত্যাগের ঘোষণা দিয়ে আরডার্ন বলেন, দেশের নেতৃত্ব চালিয়ে যাওয়ার মতো শক্তি আর অবশিষ্ট নেই তার। এজন্য ফেব্রুয়ারির শুরুতে তিনি সরে দাঁড়াবেন। তিনি প্রধানমন্ত্রী পদে আর নির্বাচন করবেন না।

আগামী ১৪ অক্টোবর নিউজিল্যান্ডে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর পদ ছাড়লেও জেসিন্ডা নির্বাচন পর্যন্ত পার্লামেন্টের সদস্য থাকবেন। পরবর্তী সাধারণ নির্বাচনে লেবার পার্টি আবার জয় পাবে বলে জেসিন্ডা আশা প্রকাশ করেছেন। এ পরিস্থিতিতে কে লেবার পার্টির হাল ধরবেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

জেসিন্ডার উত্তরসূরি হিসেবে সবার আগে যার নাম আসছে তিনি ক্রিস হিপকিনস। ২০০৮ সালে তিনি লেবার পার্টি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২০ সালের নভেম্বরে তাকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। করোনা মোকাবিলায় তার নেয়া পদক্ষেপ দারুণ প্রশংসিত হয়। তার পদক্ষেপের কারণে ২০২১ সালের প্রথমার্ধ পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়নি।

নির্বাচিত হলে নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি অ্যালানও (৩৯) হতে পারেন জেসিন্ডা আরডার্নের উত্তরসূরি।

 তিনি এর আগে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সামলেছেন। ২০১৭ সালে দেশটির আইনপ্রণেতা হিসেবে পার্লামেন্টে যোগ দেওয়ার আগে তিনি কৃষি খাতের একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আইনজীবী হিসেবে পরিচিত।

আরও রয়েছেন নানাইয়া মাহুতা। লেবার পার্টি ২০২০ সালে নির্বাচনে জয় পাওয়ার পর প্রবীণ রাজনীতিবিদ নানাইয়া মাহুতা দেশটির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান। ২৬ বছর ধরে সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন ৫২ বছর বয়সী এ প্রবীণ নেতা। স্থানীয় রাজনীতিতে তার ব্যাপক প্রভাব রয়েছে।