Print Date & Time : 7 July 2025 Monday 6:48 pm

নিউজিল্যান্ডে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ

শেয়ার বিজ ডেস্ক:নিউজিল্যান্ডে বিদেশি হস্তক্ষেপ করছে চীন, ইরান এবং রাশিয়া। দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা প্রথমবারের মতো হুমকি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করার পর গত শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর: ভয়েস অব আমেরিকা।

প্রতিবেদনে ডিরেক্টর-জেনারেল অব সিকিউরিটি অ্যান্ড্র– হ্যাম্পটন বলেছেন, সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস তাদের পর্যবেক্ষণ আরও প্রকাশ্যে আনা গুরুত্বপূর্ণ বলে মনে করছে।

সংস্থাটি এর আগে গোপন রাখার পন্থা অনুসরণ করত। ধর্মীয় উগ্রবাদীদের কাছ থেকে হুমকির বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে বলে সমালোচিত হওয়ার পর এই সংস্থা এবং অন্য আরও কিছু সংস্থা তাদের পথ ও পদ্ধতি বদলানোর সিদ্ধান্ত নেয়। বিশেষ করে, ২০১৯ সালে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে একজন শ্বেতাঙ্গের ৫১ জন মুসল্লিকে গুলি করে হত্যা করার পর একেবারে আড়ালে চলে যায় সংস্থাগুলো।

প্রতিবেদনে সংস্থাটি বলেছে, বিদেশি হস্তক্ষেপের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির গোয়েন্দা শাখার সঙ্গে যুক্ত ব্যক্তিরা দেশটির বৈচিত্র্যময় চীনা সম্প্রদায়কে লাগাতারভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।

চীনের বিষয়ে আরও বলা হয়েছে, প্রশান্ত মহাসাগর অঞ্চলে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক পরিধি বৃদ্ধি করেছে দেশটি। তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তৎপরতা চালাচ্ছে।

সংস্থাটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে বেশ কয়েকটি সমস্যার সঙ্গে যুক্ত বলে মনে করছে। এসব সমস্যার মধ্যে রয়েছেÑভূ-রাজনৈতিক প্রতিযোগিতা বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলে বিঘœ, অন্যান্য দেশের ওপর গুপ্তচরবৃত্তির প্রচেষ্টা এবং বিভ্রান্তি ছড়ানো। তবে রাশিয়া সরাসরি নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে।

ইরানের বিষয়ে বলা হয়েছে, নিউজিল্যান্ডে বসবাসরত ইরানি সম্প্রদায় এবং ভিন্নমতাবলম্বীদের সামাজিক কার্যকলাপে নজর রাখছে ইরান। অতীতেও তারা এ ধরনের গোপনীয় কর্মকাণ্ড পরিচালনা করেছে।

সংস্থাটির মূল্যায়নে অভ্যন্তরীণভাবে সহিংস চরমপন্থা ক্রমাগত হুমকি সৃষ্টি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডে সম্ভবত কিছু মানুষ রয়েছে; যাদের অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলা চালানোর উদ্দেশ্য এবং সক্ষমতা রয়েছে। তবে সংস্থাটি কোনো নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য পরিকল্পনা সম্পর্কে অবগত নয়।