Print Date & Time : 30 August 2025 Saturday 4:44 am

নিউমার্কেটে ফের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের শুরু হয়েছে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এ সময় কয়েকটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো হয়।  ফলে ওই এলাকায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বুধবার (২০ এপ্রিল) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৫টার দিকে পর পর ১০-১৫টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি ঢাকা কলেজের সামনে নিউমার্কেটের ব্যবসায়ীরা অবস্থান নিয়েছেন। এ কারণে নীলক্ষেত-সাইন্সল্যাব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ওই এলাকায় এখন থমথমে ভাব বিরাজ করছে।

এর আগে, বুধবার দুপুরের পর থেকেই নিউমার্কেট এলাকার বিভিন্ন মার্কেটের সামনে ব্যবসায়ী-কর্মচারীরা জড়ো হতে থাকেন। আর কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষার্থীরা। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগে থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। সারাদিন পরিবেশ শান্ত থাকলেও বিকেলের দিকে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে।

রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্ক অবস্থানে আছে পুলিশ।’

ইতোমধ্যে ঘটনার প্রকৃত কারণ তদন্তে পুলিশের সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থা কাজ শুরু করেছে।