Print Date & Time : 3 August 2025 Sunday 2:15 pm

নিউ লাইন ক্লথিংসের এজিএমের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: বস্ত্র খাতের কোম্পানি নিউ লাইন ক্লথিংস লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও সময় পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে ।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির ১৯তম এজিএম আগামী ৩০ ডিসেম্বর বেলা সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এর আগে ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তিন শতাংশ নগদ ও সাত শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। আলোচিত সময়ে ইপিএস হয়েছে এক টাকা ১২ পয়সা এবং শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ২৪ টাকা ৫৫ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কচুয়াকুরিতে অবস্থিত ১৯৪৫ নং প্লটে এজিএম অনুষ্ঠিত হবে।