নিউ লাইন ক্লোথিংসের কারখানা পরিদর্শন ডিএসইর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিউ লাইন ক্লোথিংসের কারখানা এবং হেড অফিস পরিদর্শন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রতিনিধি দল। আজ মঙ্গলবার ৮ এপ্রিল কোম্পিানির কারখানা পরিদর্শন করেছে ডিএসই।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির কারখানা পরিদর্শনে ডিএসইর প্রতিনিধিদল দেখেছে নিউ লাইনের উৎপাদন এবং কারযক্রম বন্ধ পেয়েছে।

উল্লেখ্য, গাজীপুরের কামরাঙ্গাচলায় অবস্থিত নিউ লাইন ক্লোথিংসের কারখানা। ২০২৩ সালের ডিসেম্বর মাসের এক তারিখে কোম্পানিটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ব্যাংক ঋণ ও শ্রমিকদের বেতন-বোনাস দিতে না পারায় কোম্পানিটির কারখানার উৎপাদনসহ সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, গত তিন বছর ধরে নিউ লাইন ক্লোথিংস বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয় না। ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করা কোম্পানিটির অনুমোদিত মূলধন একশো কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৭৮ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৮৫ লাখ ৩২ হাজার ৬৫০টি; যেখানে উদ্যোক্তা পরিচালক, প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে যথাক্রমে ৩০ দশমিক ৬১ শতাংশ, ১৮ দশমিক ৩৩ শতাংশ ও ৫১ দশমিক ০৬ শতাংশ।