Print Date & Time : 6 July 2025 Sunday 8:44 am

নিখোঁজের ৩২ ঘণ্টা পর রাসেলের মরদেহ উদ্ধার

প্রতিনিধি,মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদরে টিকটক ভিডিও তৈরির জন্য মুক্তারপুর সেতু থেকে ধলেশ্বরী নদীতে লাফ দিয়ে নিখোঁজ তরুণ মো. রাসেলের (১৮) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

নিখোঁজের ৩২ ঘণ্টা পর গতকাল রোববার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে মুক্তারপুর সেতুর পশ্চিম প্রান্তে মালিপাথর এলাকা সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাসেল বরিশালের হিজলা উপজেলার হেলাল বেপারীর ছেলে৷ পরিবারসহ তিনি সদর উপজেলার দশকানি এলাকায় ভাড়া বাসায় বাস করে আসছিলেন।

মুক্তারপর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাই নিখোঁজ ওই কিশোরের মরদেহ নদীতে ভেসে উঠেছে। খবর পেয়ে মুক্তারপুর সেতুর পশ্চিম পাশে ১০০ মিটার দূর থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

নৌ-পুলিশের পুলিশ সুপার (নারায়ণগঞ্জ) মিনা রহমান জানান, শনিবার (১৩ আগস্ট) দুপুরে অন্য তিন বন্ধু সোহাগ, নাইম, হামিমের সঙ্গে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায় রাসেল। মুক্তারপুর সেতুতে পৌঁছে টিকটক ভিডিও তৈরির জন্য রাসেল ও হামিম সেতুর ওপর থেকে নদীতে ঝাঁপ দেয়। এ সময় হামিম সাঁতরে তীরে উঠতে পারলেও ডুবে যায় রাসেল। এ ঘটনায় ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার অভিযানে নামে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। তবে সেদিন সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালালেও খোঁজ মেলেনি তার।