নিখোঁজের ৩ দিন পর কীর্তনখোলা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রতিনিধি, বরিশাল: বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৩ দিন পর আফসার আলী নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে কীর্তনখোলা নদীর প্বার্শ্ববর্তী আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে বরিশাল সদর উপজেলার আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। আফসার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ছিলেন।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান জানান, আফসার আলী তার স্ত্রীর সাথে কীর্তনখোলা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে স্ত্রীকে চলে যেতে বলেন তিনি। এর এক ঘণ্টা পরও বাড়ি না ফেরায় আফসারের স্ত্রী ফের তাকে খুঁজতে যায়। এ সময় তাকে না পেয়ে ডাক-চিৎকার দেন ওই নারী। বৃদ্ধ ব্যক্তি নদীতে নিখোঁজ হয়েছে এমন সংবাদ আমরা কোষ্টগার্ড এর সদস্যদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছাই। পরে ৩ দিন খোঁজাখুঁজি করার পড়ে আজ সকালে আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

বরিশাল সদর নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাসনাতুজ্জামান জানান, স্বজনরা মরদেহ শনাক্ত করেছে। তাদের ধারণা শারীরিকভাবে দুর্বল হওয়ায় বৃদ্ধ আফসার আলী কীর্তনখোলা নদীতে ডুবে যান। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।