Print Date & Time : 10 July 2025 Thursday 7:26 am

নিখোঁজ ছয় নাবিকের তিনজনের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: দুদিন আগে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই লাইটারেজ জাহাজের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ ছয় নাবিকের মধ্যে তিনজনের লাশ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে দুজনের এবং বেলা সাড়ে ১১টায় আরেকজনের লাশ বন্দরের বহির্নোঙর থেকে উদ্ধার করা হয় বলে কোস্টগার্ড জানিয়েছে। ওই ঘটনায় এখনও তিন নাবিক নিখোঁজ।

কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট আল আমিন বলেন, বুধবার বিকালে চট্টগ্রামের পতেঙ্গা থেকে দুই নটিক্যাল মাইল দূরে পাথরবোঝাই লাইটারেজ জাহাজ এমভি সুলতান সানজারের সঙ্গে এমভি আকিজ লজিস্টিকসের মুখোমুখি সংঘর্ষ হয়। কাঠগড়ের চরপাড়া এলাকা থেকে ছেড়ে যাওয়া এমভি সুলতান ওই সংঘর্ষে ডুবে যায়। জাহাজে থাকা ৯ নাবিকের মধ্যে তিনজন সমুদ্রে লাফিয়ে পড়েন এবং পরে তাদের জীবিত উদ্ধার করা হয়।

দুর্ঘটনার পর থেকে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার তল্লাশি চালিয়ে আসছেন বলে জানিয়ে আল আমিন বলেন, শুক্রবার সকালে দুজনের লাশ এবং নৌবাহিনীর সহায়তায় বেলা সাড়ে ১১টায় অপরজনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় ডুবে যাওয়া জাহাজের মালিক কর্তৃপক্ষ পতেঙ্গা থানায় একটি জিডি করেছে। লাশ শনাক্তের জন্য নিখোঁজদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে আল আমিন জানান।