নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবার নিজস্ব উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করবে। যাওয়া-আসা মিলিয়ে ৬৫টি করে মোট ১৩০টি ফ্লাইট পরিচালনা করা হবে। হজের প্রথম ফ্লাইট যাবে ৫ জুন। বিমানের সবই ডেডিকেটেড ফ্লাইট হবে। গতকাল বুধবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টারে এক মতবিনিময় সভায় বিমানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিমান জানিয়েছে, ২৯ হাজার হজযাত্রী বহন করবে বিমান। এর মধ্যে সরকারিভাবে হজযাত্রী থাকবেন চার হাজার ৫৬৪ জন। বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল বলেন, অন্যান্য বছর হজযাত্রী পরিবহনে তারা দুই থেকে আড়াই মাস পর্যন্ত সময় পেতেন। এবার এক মাসেরও কম সময় তারা পেয়েছেন। নির্ধারিত সময় তথা ৫ জুন থেকেই হজ ফ্লাইট পরিচালনা করা হবে।
তিনি বলেন, এবার কোনো উড়োজাহাজ লিজ নেয়া হচ্ছে না। প্রত্যেকবার হজের শুরুতে হজযাত্রী কত হবে, সেটা অনিশ্চিত থাকে, এবারও তা-ই ছিল। এ কারণে দুটি বিমান লিজ নেয়ার কথা ছিল। তিনি বলেন, তবে এবারের যাত্রীসংখ্যা কম হওয়ায় আমাদের আর উড়োজাহাজ ভাড়া করতে হচ্ছে না।
জেট ফুয়েলের দাম বাড়ায় বিমান ভাড়া বাড়বে কি নাÑএমন প্রশ্নের জবাবে আবু সালেহ মোস্তফা কামাল বলেন, এরই মধ্যে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এখন ভাড়া বাড়ানোর সুযোগ নেই।