Print Date & Time : 28 August 2025 Thursday 10:56 am

নিজ দায়িত্ব নিজেকে নিয়ে এগিয়ে যেতে হবে : উপাচার্য ড. সৌমিত্র শেখর

প্রতিনিধি, নজরুল বিশ্ববিদ্যালয় : শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিত করার স্বার্থে যেকোনো সময় পাশে থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তবে নিজ দায়িত্ব নিজেকে নিয়ে এগিয়ে যেতে আহবান করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান করেন।

তিন বলেন, যদি পড়াশোনার ব্যাঘাত করে এমন কোন কিছু তোমার চারিদিকে আসে তবে তোমরা আমাদের কাছে আসবে। আমরা নিশ্চিতভাবেই তোমাদের পড়াশোনার পরিবেশকে সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ে সুশিক্ষার মধ্যদিয়ে তোমরা তোমাদের জীবনকে গড়ে তুলবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য আরো বলেন, মানুষের যে বন্ধুর পরিধি তার বৃত্তটা সবসময় পরিবর্তনশীল। এই পরিবর্তনের এরমধ্যে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে।

দর্শন বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশে প্রফেসর ড. সৌমিত্র আরো বলেন, জগৎ শুধু ব্যাখ্যা করাটাই মূল কথা নয়, আলোচনা করাটাই মূল কথা নয়, পরিবর্তনে কাজ করাটা মূল কথা- এটাই দর্শন। তরুণ দার্শনিকেরা শুধু ব্যাখ্যা করবে না। তারা জগৎটা পরিবর্তন করবে। আর এই জগতের পরিবর্তন তারা বিশ^বিদ্যালয় পরির্বতনের মধ্যদিয়ে সূচনা করবে। দর্শন বিভাগের শিক্ষার্থীরা আমদের একটি নুতন পথের সন্ধান দিতে পারে।
দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. কাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, সহাকারী অধ্যাপক মুশফিকুর রহমান (হীরক)। সঞ্চালনা করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. তারিফুল ইসলাম।