Print Date & Time : 11 September 2025 Thursday 5:16 am

নিটার্সল্যান্ড টিমের সঙ্গে বিজিএমইএ সভাপতির বৈঠক

সম্প্রতি ব্ল–বিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহিন বিন মাজহার, পরিচালক রেজাউল করিম ও নিটার্সল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হাসান বর্তমান বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে একটি বিশেষ বৈঠক করেন। বৈঠকে তথ্য প্রযুক্তির সহায়তায় তৈরি পোশাকশিল্পের বিশ্বব্যাপী বাজার সম্প্রাসারণ ছাড়াও নিটার্সল্যান্ডের পক্ষ থেকে সেসব পোশাক কারখানার পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে, যারা প্রয়োজনীয় সহযোগিতার অভাবে তাদের উৎপাদন ক্ষমতা অনুযায়ী বিদেশি ক্রেতা আকৃষ্ট করতে পারছেন না। নিটার্সল্যান্ড এখানে স্বচ্ছতার ভিত্তিতে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সমন্বয় সাধন ছাড়াও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে নিরলস কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি