নিত্যপণ্যের কারখানায় লোডশেডিং না করার সুপারিশ বাণিজ্য মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক : নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদনকারী সব প্রতিষ্ঠানকে লোডশেডিংয়ের আওতার বাইরে রাখতে সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। উৎপাদন ও সরবরাহ চেইন স্থিতিশীল রাখতে বিদ্যুৎ বিভাগের কাছে এ সুপারিশ করা হয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নুরুল হক স্বাক্ষরিত এ সুপারিশ-সংক্রান্ত একটি চিঠি বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমানের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকাসহ সারা দেশে প্রতিদিন এক ঘণ্টা লোডশেডিং করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহ উৎপাদনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘœ সৃষ্টি হলে উৎপাদন হ্রাস পাবে এবং সময়মতো বাজারে পণ্য সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। ফলে বাজারে প্রয়োজনীয় পণ্য সরবরাহে সংকট দেখা দিতে পারে।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংকট মোকাবিলার লক্ষ্যে এবং ভোক্তাদের স্বস্তি ফেরাতে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদনকারী গ্রাহকদের প্রতিষ্ঠানে লোডশেডিং না করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার জন্য চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন ব্যয় সংকোচনমূলক পদক্ষেপ নিয়েছে সরকার। এর ধারাবাহিকতায় ঢাকাসহ সারা দেশে প্রতিদিন শিডিউল মোতাবেক লোডশেডিংয়ের সিদ্ধান্ত হয়।