- শেয়ার বিজ ডেস্ক : রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।
আজ (২ জুন) সোমবার বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
এর আগে, ১ জুন (রোববার) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক ঐতিহাসিক রায়ে জামায়াত ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে পুনরায় নিবন্ধনের সুযোগ দিতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেয়।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বিকেলে বিচারপতিদের স্বাক্ষরের পর আদেশের অনুলিপি প্রকাশ করা হয় এবং তা নির্বাচন কমিশনে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতপন্থী আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
আদালতের নির্দেশ পাওয়ার পরপরই দলটির পক্ষ থেকে নিবন্ধন পুনরুদ্ধারের লক্ষ্যে সক্রিয় কার্যক্রম শুরু হয়েছে। কমিশনের সঙ্গে এ বৈঠক সেই প্রক্রিয়ার অংশ বলে জানায় প্রতিনিধিদল।