শেয়ার বিজ ডেস্ক: চীনের কর্মকর্তাদের দেশটির কভিড-১৯-এর রিয়েল-টাইম তথ্য নিয়মিত দিতে আহ্বান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জাতিসংঘের স্বাস্থ্য-বিষয়ক সংস্থাটি চীনের কাছে টিকাদানের হার-সংক্রান্ত তথ্যও চেয়েছে। খবর: বিবিসি।
ডব্লিউএইচও’র কর্মকর্তারা বলছেন, তারা চীনে কভিডে হাসপাতালে ভর্তি নিবিড় পর্যবেক্ষণ রাখা ব্যক্তি ও মৃতের সংখ্যা দেখতে চায়। চীনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর দেয়া বিবৃতিতে ডব্লিউএইচও বলেছে, মহামারি পরিস্থিতির সুনির্দিষ্ট ও রিয়েল টাইম তথ্য নিয়মিতভাবে দিতে অনুরোধ করা হয়েছে। কী পরিমাণ টিকা রয়েছে, টিকা দেয়ার পরিমাণ কেমন, বিশেষ করে ঝুঁকিপূর্ণ লোকজন ও ষাটোর্ধ্বদের মধ্যে টিকা দেয়ার হার সম্পর্কে তথ্য দেয়া উচিত তাদের।
এসব বিষয়ে সহযোগিতা করতে আগ্রহ ব্যক্ত করার পাশাপাশি ডব্লিউএইচও অন্য দেশের টিকা নেয়ার ক্ষেত্রে বেইজিংয়ের যে নেতিবাচক ধারণা, তা কাটিয়ে উঠতেও সাহায্য করতে চেয়েছে। সংস্থার প্রযুক্তিগত উপদেষ্টা পর্ষদ কভিড-১৯-এর বিবর্তন নিয়ে বৈঠকে বসেছে। সেখানে ভাইরাল সিকুয়েন্সিং নিয়ে তথ্য উপস্থাপনে চীনের বিজ্ঞানীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
চীন সম্প্রতি কঠোর কভিড বিধিনিষেধের বেশিরভাগ তুলে নিয়েছে। মহামারি পরিস্থিতি চীনের সরকার যেভাবে সামলাচ্ছিল তাতে অসন্তুষ্ট অনেক নাগরিকের নভেম্বরের বিক্ষোভের পর বেইজিং একে একে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখার বিধিনিষেধ তুলতে শুরু করে। বর্তমানে সব ধরনের লকডাউন বিধি তুলে নেয়া হয়েছে, কোয়ারেন্টিনের নিয়ম বাতিল করা হয়েছে। দেশটির লোকজন এখন অবাধে ঘোরাফেরা করতে পারছে।
এর পর থেকে দেশটিতে করোনাভাইরাসের ব্যাপক বিস্তার লক্ষ করা যাচ্ছে। এ কারণে অনেক দেশ এখন চীন থেকে প্রবেশ ইচ্ছুক ব্যক্তিদের শনাক্তকরণ পরীক্ষা বাধ্যতামূলক করেছে। চীন থেকে ফের করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে এ আশঙ্কায় এরই মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি, জাপান ও তাইওয়ান শনাক্তকরণ পরীক্ষা ছাড়া চীন থেকে দেশগুলোয় যাওয়া বন্ধ করে দিয়েছে। যুক্তরাজ্যও চীন থেকে যাওয়া ব্যক্তিদের বিমানে ওঠার আগে শনাক্তরণ পরীক্ষার নেগেটিভ ফলের সনদ দেখাতে বলেছে।
ডব্লিউএইচও জানিয়েছে, সংগত কারণে কিছু দেশ চীন থেকে যাওয়া যাত্রীদের ওপর নতুন বিধিনিষেধ দিচ্ছে।