Print Date & Time : 6 September 2025 Saturday 1:34 am

নিরপেক্ষ নির্বাচন নিয়ে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছি: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যান জেনস্কির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। আগামী নির্বাচন কীভাবে সুষ্ঠু করা যায়, নিরপেক্ষ নির্বাচন করা যায়- সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক হয়। এক ঘণ্টার অধিক সময় চলে এই বৈঠক। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ম্যাডামের (খালেদা জিয়ার) স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি তারা জিজ্ঞেস করেছেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে সবাই অপেক্ষা করছে। বিশ্বের সবাই বাংলাদেশের নির্বাচন নিয়ে ভাবছে। কীভাবে আগামী নির্বাচন আন্তর্জাতিক মানের হয় সে বিষয় নিয়ে কথা হয়েছে। আমরা বলছি এই সরকারের অধীনে নির্বাচন হবে না। আন্তর্জাতিক মানের, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন এই সরকারের অধীনে হবে না।’

নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘এদেশের মানুষের দাবি নিরপেক্ষ নির্বাচন। আগামী নির্বাচন কীভাবে সুষ্ঠু করা যায়, নিরপেক্ষ নির্বাচন করা যায়- সে বিষয়ে আমরা আলোচনা করেছি।’