Print Date & Time : 19 July 2025 Saturday 12:05 pm

নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতে ব্যবস্থা নিন

আধুনিক যুগে যোগাযোগের ক্ষেত্রে বিজ্ঞানের যেসব উদ্ভাবন মানবসভ্যতাকে সমৃদ্ধ করেছে, ইন্টারনেট সেগুলোর প্রথম দিকেই থাকবে। ইন্টারনেটের মাধ্যমেই ব্যবহারকারী কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোনে বিশ্বের সব খবর মুহূর্তের মধ্যেই পেতে পারেন। কম্পিউটার, ল্যাপটপ তো হাতের মুঠোয় বহন করা সম্ভব নয়। তাই এ ক্ষেত্রে মোবাইল ফোনের বিকল্প নেই। কোনো প্রতিষ্ঠান বা সংস্থা ইন্টারনেটের মাধ্যমে অফিসের কর্মচারীদের মধ্যে যোগাযোগ রাখতে পারে। ব্যবসা-বাণিজ্যের মাধ্যম, অনলাইন কেনাকাটা, ব্যাংকিং, পরিষেবার টিকিট বুকিং সর্বত্রই ইন্টারনেটের দাপট। পড়ালেখা, বিনোদন, গবেষণার ক্ষেত্রেও ইন্টারনেটের উপযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিভিন্ন দেশ ইন্টারনেটের গতি বাড়াতে উদ্যোগ নিচ্ছে। আর মোবাইল ইন্টারনেটের গতিতে আমরা একেবারে পেছনের দিকে। অথচ কারণে-অকারণে কিংবা জনদুর্ভোগ আড়ালে এখন ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি কমিয়ে দেয়া হয় কিংবা বন্ধই করে দেয়া হয়। দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট প্রযুক্তিতে সেবার ধরন ও গ্রাহক বাড়লেও তদারকি বাড়েনি। সরকারের উচিত চতুর্থ বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা তথা স্মার্ট বাংলাদেশ গড়তে নিরবচ্ছিন্ন দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করা।

যেখানে সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছে, সেখানে এক মিনিটের জন্যও ইন্টারনেট সেবা বন্ধ থাকতে পারে না। অথচ ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলে কয়েক দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে। এতে শুধু ব্যবসা-বাণিজ্যের চরম ক্ষতি হচ্ছে না, নাগরিকরাও পানি, বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য সেবা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছেন।

গত কয়েক দিনের সহিংসতা, অস্থিরতা ও কারফিউয়ে অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। দেশজুড়ে যে স্থবিরতা তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে, জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে এবং অর্থনীতির চাকা সচল করতে অবিলম্বে ইন্টারনেট সেবা চালু ও কারফিউ প্রত্যাহার করা প্রয়োজন। কম গতির কারণে যে কোনো গ্রাহকই বিড়ম্বনার শিকার হন। তবে সর্বাপেক্ষা বেশি ক্ষতিগ্রস্ত হন যারা রোজগারের মাধ্যেম হিসেবে আউটসোর্সিংকে নিয়েছেন। ইন্টারনেট বা অন্তর্জালে যুক্ত থাকা মানে বিশ্বের সব কম্পিউটার সার্ভারের সঙ্গে ব্যবহারকারীকে যুক্ত রাখা। এটি নিছক যোগাযোগের মাধ্যম নয়। সে ক্ষেত্রে আমাদের অবস্থান অতি দুর্বল। ইন্টারনেটের এমন গতি দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করা কি সম্ভব! কীভাবেই বা ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ব?

একসময় মনে করা হতো, প্রচলিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ওপর সরকারের যে নিয়ন্ত্রণ থাকে, সে ধরনের নিয়ন্ত্রণ ও আধিপত্যের বাইরে তথ্য আদান-প্রদানের বিকল্প মাধ্যম হিসেবে কাজ করবে ইন্টারনেটভিত্তিক যোগাযোগব্যবস্থা। কিন্তু আমরা যে সেটির চর্চা করছি না; তা প্রমাণ হওয়ার আগেই নিরবচ্ছিন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানে ব্যবস্থা নেয়া উচিত বলে আমরা মনে করি।