Print Date & Time : 9 July 2025 Wednesday 1:24 am

নির্দেশনায় ফিরছেন মাসুম রেজা

শোবিজ ডেস্ক: ষোলো বছর পর মঞ্চনাটকের নির্দেশনায় ফিরছেন মাসুম রেজা। দেশ নাটকের প্রযোজনায় ‘সুরগাঁও’ নামের নাটকটি প্রদর্শিত হবে ৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে। খবর বিডিনিউজ।

নাটকটি প্রসঙ্গে মাসুম রেজা বলেন, ‘এর আগে মহাভারতের আদলে নয়া মিথ একলব্যের কাহিনী নিয়ে নাটক লিখেছিলাম। এবার আসছি মগজ বাস্তবতার গল্প সুরগাঁওয়ের মানুষের গল্প বলতে। সুরগাঁও মানচিত্রবহির্ভূত একটি গ্রাম। সেই গ্রামে আমার মগজে প্রথিত ভাবনার উপস্থাপন করেছি, মূর্ত করেছি বিমূর্ত রূপে।’

নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘সুরগাঁও এক অচিন গাঁ, হয়তো সুরগাঁও নামে কোনো গ্রাম আছে। তবে জল-জঙ্গল, জমিনের মানচিত্রনগরে সুরগাঁও নামে কোনো লোকালয় আছে কি না নিশ্চিত নয় কেউ। কল্পনাপ্রবণ মানুষের মগজে এর বাস। এখানে অসামান্য প্রতœকাল, সদ্য বর্তমান আর সম্ভাবনার সামনের দিন। এই তিন সত্য মিলেমিশে থাকে।’

সর্বশেষ ২০০০ সালে ‘নিত্যপুরাণ’ নাটকটি নির্দেশনা দিয়েছিলেন মাসুম রেজা। এই নাটকের রচয়িতাও ছিলেন তিনি। সেটিও দেশ নাটক মঞ্চস্থ করে।

মঞ্চে তার রচিত উল্লেখযোগ্য নাটকগুলো হলো নাট্যকেন্দ্রের ‘আরজ চরিতামৃত’, থিয়েটার বেইলি রোডের ‘কুহকজাল’, থিয়েটার সেন্টারের ‘শামুকবাস’ ও পদাতিক নাট্যসংসদের ‘জলবালিকা’।

টেলিভিশনেও নাট্যকার হিসেবে প্রশংসিত মাসুম রেজা। ‘ভবের হাট’, ‘রঙের মানুষ’সহ অসংখ্য নাটকের রচয়িতা তিনি।

বর্তমানে তার রচনায় এটিএন বাংলায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘আয়নাঘর’ আর বাংলাভিশনে প্রচারিত হচ্ছে ‘ছন্নছাড়া’।