Print Date & Time : 29 August 2025 Friday 2:43 am

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গণ-অনশন

প্রতিনিধি, মৌলভীবাজার : ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় সেগুলো বাস্তবায়নের দাবীতে সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে গণ অনশন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে শহরের মৌলভীবাজার রোডস্থ সার্বজনীন দুর্গা বাড়িতে এ অনশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দ্বীজেন্দ্র লাল রায়।

সংগঠনের সাধারণ সম্পাদক সমীরন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ডা. সত্যকাম চক্রবর্তী, মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায় প্রমুখ।

এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা একাত্মতা পোষন করে গণ অনশনে যোগ দেন।

অনশনে যোগ দেয়া নেতাকর্মীরা বলেন, ‘আওয়ামী লীগ সরকার ২০১৮ সালে নির্বাচনের আগে নিজ থেকেই সংখ্যালঘুদের জন্য ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলো। ক্ষমতায় গিয়ে সেই প্রতিশ্রুতি তারা ভুলে গেছে। আমরা সরকারকে তাঁর সেই প্রতিশ্রুতি মনে করিয়ে দিতেই আজকের গণ অনশণ করছি। পরবর্তীতে বৃহৎ আন্দোলনে যাবো।’