Print Date & Time : 29 August 2025 Friday 10:48 pm

নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে সরকার: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী ব্যবস্থাকে বর্তমান সরকার ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলমান ইউনিয়ন পরিষদে নির্বাচন তার বড় প্রমাণ।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘দেশের রাজনীতিকেও ধ্বংস করেছে বর্তমান সরকার। উদ্দেশ একটাই চিরস্থায়ী বন্দোবস্ত।’

রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার আসামিদের খালাস দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এই রায়ে পুরো নারী জাতিকে কলঙ্কিত, অপমানিত করা হয়েছে।’ আসামিদের অনেক ক্ষমতা ও টাকা থাকার কারণে এমন রায় এসেছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। তিনি আরও জানান, সরকার প্রশাসন ও বিচার ব্যবস্থা সবগুলোকেই ধ্বংস করে দিয়েছে।

বিএনপি মহাসচিব জানান ‘আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন গণতান্ত্রিক দেশগুলো নিয়ে সম্মেলন আহ্বান করেছে সেখানে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না।’