শেয়ার বিজ ডেস্ক: মালয়েশিয়ার আসন্ন সাধারণ নির্বাচনে ফের অংশ নিচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। নিজ সংসদীয় আসন লাংকাউই থেকে লড়বেন তিনি। খবর: চ্যানেল নিউজ এশিয়া।
৯৭ বছর বয়সী মাহাথির গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন। ২০২৩ সালে মালয়েশিয়ায় জাতীয় নির্বাচন হওয়ার কথা।
এই প্রবীণ রাজনীতিক জানিয়েছেন, তার দল থেকে প্রধানমন্ত্রীর লড়াইয়ে কে অংশ নেবেন, সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। কেননা এটি তখনই প্রাসঙ্গিক হবে যদি নির্বাচনে দল প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে তার দল পার্টি পেজুয়াং তানাহ এয়ার (পেজুয়াং) ১২০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি ফের প্রধানমন্ত্রী হন। একসময় যে দলের নেতৃত্ব দিয়েছেন, তার বিরুদ্ধে জোট গড়ে এই নির্বাচনে জয়ী হন তিনি।
মালয়েশিয়ায় এখনও ক্ষমতায় উমনো পার্টি। একসময় এই দল থেকে নির্বাচিত হয়েছিলেন মাহাথির।
অভ্যন্তরীণ কোন্দলের কারণে দুই বছরের কম সময়ের মধ্যে তার নেতৃত্বাধীন সরকারের পতন হয়।
তবে মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এখনও দেশটির একজন প্রভাবশালী রাজনীতিক।
২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে নিরবচ্ছিন্নভাবে ছয় দশক মালয়েশিয়া শাসন করেছে উমনো। ওই নির্বাচনে মাহাথিরের নেতৃত্বাধীন বিরোধী জোট পাকাতান হারাপানের কাছে উমনো পরাজিত হয়। তবে দলত্যাগের কারণে ২০২০ সালে মার্চে ক্ষমতাসীন জোটের অংশ হয়ে উমনো পার্টি আবার শাসনক্ষমতায় ফিরে আসে। মুহিদ্দিন ইয়াসিনের ওপর থেকে উমনোর ১৫ সংসদ সদস্য সমর্থন তুলে নিলে আগস্টে উমনোর ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাবরি ইয়াকুব মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন।